
নবীনগর উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলাম।
মুর্শিদে বরহক আল্লামা আবুল বাশার আল-কাদরীর স্মরনে মুক্তারামপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আগামী ১৬ই ডিসেম্বর মঙ্গলবার (১৬ তম) ঐতিহাসিক সুন্নীমহাসম্মেলন।উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব শাহিদুল ইসলাম (অতিরিক্ত পুলিশ সুপার,সদর সার্কেল(রাজবাড়ী)এবং শুভ আগমন করবেন গুলে মদিনা দরবার শরিফের শাহজাদা আল্লামা মুফতি রেজাউল মোস্তফা আল-কাদরী ও কাজ্বী আইনুল মোস্তফা আল-বাশারী আল-কাদরী।এবং প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন সারাবাংলার আলোড়ন সৃষ্টিকারী সুমধুর কন্ঠের অধিকারী মুফতি মনিরুল ইসলাম চৌধুরী (মুরাদ)।এছাড়াও দেশ বরেন্য পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামগন উপস্থিত থাকবেন।উক্ত মাহফিলের তত্ত্বাবধায়ক মুফতি সাইদুল ইসলাম কাদরী সাহেবের পক্ষ হতে সকল মুমিন মুসলমানগনকে বিশেষ দাওয়াত করা হলো।

জহিরুল ইসলাম। 








