
শেখ মামুনুর রশীদ মামুন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয় ময়মনসিংহ এক ব্যতিক্রমী গণশুনানির আয়োজন করেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) নগরীর নতুন বাজার ট্রিপল ট্রি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের চতুর্থ তলার কনফারেন্স হলে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় যুগ্ম সচিব জনাব এএফএম এহতেশামুল হক। বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয় ঢাকা এর পরিচালক জনাব মোঃ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয় ময়মনসিংহ-এর অতিরিক্ত পরিচালক জনাব মোঃ জাফরুল্লাহ কাজল। গণশুনানিতে অংশ নেন ময়মনসিংহ বিভাগের বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ, বিভিন্ন লাইসেন্সধারী ব্যবসায়ী,শিক্ষক-শিক্ষার্থী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ প্রায় ৬০ জন প্রতিনিধি। বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি, শিক্ষার্থীদের সম্পৃক্ততা এবং প্রশাসনের কঠোর পদক্ষেপের ওপর জোর দেন। তারা মনে করেন, মাদক একটি সামাজিক ব্যাধি; এ ব্যাধি নির্মূলে সম্মিলিত উদ্যোগই হতে পারে একমাত্র সমাধান। সুশৃঙ্খল পরিবেশে আয়োজিত এ গণশুনানি অংশগ্রহণকারীদের সক্রিয় মতামতের মধ্য দিয়ে শেষ হয়।